বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত চুল পড়ার পেছনে শারীরিক সমস্যা থাকতে পারে। তবে সাধারণত একটি বিষয় কারও চোখে পড়ে না—চিরুনি। চুল আঁচড়ানোর জন্য ব্যবহৃত এই বস্তুটি আপাতত স্বাভাবিক মনে হলেও আদতে তা স্বাভাবিক নয়। রাসায়নিক দ্রব্য শ্যাম্পু কিংবা কন্ডিশনার নয়, চিরুনিতেও চুল পড়তে পারে। নামিদামি তেল, শ্যাম্পু, সিরাম ব্যবহার করেও চুল পড়া কমছে না, আর চুল ভেজা অবস্থায় চিরুনি ব্যবহার করলে সমস্যাটা আরও বেড়ে যায়।
চুল পড়ার কারণ হতে পারে:
১. দিনের পর দিন একই চিরুনি ব্যবহার করলে, যা পরিষ্কার না করলে চুল পড়া বেড়ে যেতে পারে।
২. গায়ের জোরে চুল আঁচড়ালে বা ভেজা চুলে চিরুনি ব্যবহার করলে চুল ছিঁড়তে পারে।
৩. চিরুনি দিয়ে মাথার গোড়ায় চাপ দিলে রক্ত চলাচল ভালো হয় না; চুল জটমুক্ত করতে ডগা থেকে আঁচড়ানো ভালো।
৪. অতিরিক্ত চুল আঁচড়ালে মাথার ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়।
৫. বিভিন্ন ধরনের চুলের জন্য একেক ধরনের চিরুনি প্রয়োজন; সঠিক চিরুনি ব্যবহার না করলে চুল পড়া বেড়ে যেতে পারে।