জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে উপাচার্য দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক কামরুল আহসান উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতি ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ, আবাসিক হল সংস্কার, শিক্ষার্থীদের হলে সিট নিশ্চিতকরণ, মাদকমুক্ত ক্যাম্পাস গড়া, চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। শিক্ষকের প্রমোশন সংক্রান্ত দলীয়করণের বিরোধিতাও করা হয়।
অবশ্যই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে, নতুন উপাচার্য পুরাতন ফজিলাতুন্নেছা হলের সামনে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি জাবির কেন্দ্রীয় শহীদ মিনার ও সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়কে উন্নত করতে এবং দেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। আমি বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সহযোগিতা কামনা করি।” তিনি আরও জানান, ১৫ জুলাই রাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো এবং হামলার মদদদাতাদের বিচারের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশক্রমে, গত বৃহস্পতিবার অধ্যাপক কামরুল আহসানকে সাময়িকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।