দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:১৭

“যেভাবে আসবাব ও ঘরের রঙ মনে প্রভাব ফেলে”

সুন্দর ও পরিপাটি ঘর দেখে কার না ভালো লাগে? তবে কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হয়?

 

প্রকৃতপক্ষে, সাজানো-গোছানো পরিবেশ মনের প্রশান্তি এনে দেয়। এটি পোশাক হোক বা ঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক রউফুন নাহার এমনটাই জানিয়েছেন। তাঁর মতে, যেহেতু মানুষ বেশিরভাগ সময় ঘরে কাটায়, ঘরের দেয়াল ও আসবাবে মনের মতো রঙ না থাকলে তার ওপর প্রভাব পড়ে। রঙের গভীর প্রভাব মনের ওপর রয়েছে।

 

আমাদের দেশে অন্দরসজ্জায় সাধারণত সাদা রঙের ব্যবহার বেশি দেখা যায়। সাদা রঙ ঘরের পরিসর বড় দেখায় এবং এটি শুদ্ধতা ও পরিচ্ছন্নতার প্রতীক। এছাড়া, হলুদ, কমলা, নীল এবং সবুজ রঙও ব্যবহৃত হয়। হলুদ রঙ মনে ইতিবাচকতা আনে, কমলা রঙ কাজের উৎসাহ দেয়, আর সবুজ ও নীল রঙ চোখ ও মনের প্রশান্তি প্রদান করে।

 

কখনও বিশেষ রঙে ঘর সাজানোর সিদ্ধান্তের পেছনে নানা গল্প থাকতে পারে। ছোটবেলায় পাওয়া কোনো জামার রঙ বা প্রকৃতির প্রিয় রঙ ঘর সাজানোর ক্ষেত্রে প্রভাব ফেলে। উইন্ডো পিপলের স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনার নাজমুল আসিফ জানান, ঘরের রঙ নির্ধারণের সময় তারা ক্লায়েন্টের ছোটবেলার পরিবেশ জানার চেষ্টা করেন। যেমন, প্রকৃতির মাঝে বেড়ে ওঠা মানুষ সাধারণত সবুজ বা নীল রঙ পছন্দ করে, আর শহুরে পরিবেশের মানুষ ধূসর রঙের প্রতি আকৃষ্ট হয়।

 

সঠিক রঙ নির্বাচন ও ব্যবহারের ক্ষেত্রে প্রাথমিক দিকনির্দেশনা দিয়ে থাকেন তারা। উদাহরণস্বরূপ, কমলা রঙের ব্যবহার লিভিং এরিয়ায় উপযুক্ত, আর বিশ্রামের জায়গায় সবুজ বা নীল রঙ ব্যবহার করা ভালো। হলুদ বা লাল রঙ বিশ্রামের জায়গায় ব্যবহার করা উচিত নয়। আসবাবের ক্ষেত্রেও পছন্দসই রঙের ব্যবহার ঘরের মূল অনুষঙ্গে প্রাধান্য পেতে পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট