দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৩৪

সাকিব দেশে কবে ফিরবেন, এ বিষয়ে কিছুই জানেন না ফাহিম

সাকিব আল হাসান ও নাজমুল আবেদিন ফাহিম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও কানাডায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণের পর সাকিব আল হাসান দেশে ফেরেননি এবং সরাসরি পাকিস্তানে গিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। এখন জানা গেছে, চলতি মাসে ভারতের সফরের আগে তিনি দেশে ফিরে আসবেন না। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে কানাডা থেকে পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজে অংশ নিয়েছিলেন সাকিব।

চলতি মাসে ভারত সফরের পরেও সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, “সাকিব ইংল্যান্ড থেকে ভারতে যাবে খেলতে, আপাতত আমরা শুধু এটুকুই জানি। এর বেশি কিছু নিশ্চিত করতে পারছি না।”

চন্ডিকা হাথুরুসিংহে সম্পর্কে ফাহিম জানান, “হেড কোচ আসবে, এখানেই আসবে।” ভারত সিরিজের প্রস্তুতি নিয়ে ফাহিম বলেন, “ইনজুরির কোনো সমস্যা নেই, যতটুকু জানি। পুরো দলকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, আর বাকি সবাই থাকবে।”

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি সিরিজ ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৭ সেপ্টেম্বর কানপুরে অনুষ্ঠিত হবে। দুটি টেস্টই বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৬ অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে, দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ৯ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট