দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৫২

ভারতে পালানোর সময় জৈন্তাপুর আওয়ামী লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার। প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুরে গোয়াবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তাঁর ছোট ভাই সাদেক আহমদকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন জৈন্তাপুর বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজিবি টহল দল কামাল ও সাদেককে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল ধাওয়া করে গ্রেপ্তার করে। তাঁদের বাড়ি জৈন্তাপুর উপজেলার শ্রীকেল গ্রামে।

এ সময় কামাল ও সাদেকের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি ৪ হাজার টাকা, ৩টি মুঠোফোন ও তাঁদের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী প্রথম আলোকে বলেন, জব্দকৃত মালামালসহ ওই দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জৈন্তাপুর থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট