দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৩২

অতিরিক্ত গরম খাবার খেতে গিয়ে জিভ এবং তালু পুড়ে গেছে।

চা ও কফি খেতে গিয়ে আমরা প্রায়ই জিভ পুড়াই। অতিরিক্ত গরম খাবারও একই সমস্যা সৃষ্টি করতে পারে, যা পরবর্তীতে অস্বস্তি ও যন্ত্রণার কারণ হয়। এই অবস্থার উপশমে কিছু পদ্ধতি অবলম্বন করা যেতে পারে:

 

**হালকা লবণ মিশ্রিত গরম পানি**: ২৫০ মিলিলিটার হালকা গরম পানিতে চা-চামচের ৮ ভাগের ১ ভাগ লবণ মিশিয়ে কুলকুচি করলে ব্যথা কমে যায়।

 

**মুখ দিয়ে ঠান্ডা বাতাস নেওয়া**: জিভ বা মুখের জ্বালাপোড়া কমাতে মুখের লালা পোড়া জায়গায় লাগাতে হবে এবং ঠান্ডা বাতাস মুখে নিতে হবে।

 

**ঠান্ডা কিছু খাওয়া**: ঠান্ডা পানি, বরফকুচি বা আইসক্রিম খেলে ব্যথা উপশম হয় এবং আর্দ্রতা নিয়ন্ত্রিত হয়।

 

**অ্যালোভেরার জেল লাগানো**: অ্যালোভেরার জেল পোড়া স্থানে লাগালে উপশম হয়।

 

**পুদিনাপাতাবাটা**: পুদিনাপাতাবাটা বা পুদিনাপাতার টুথপেস্ট ঠান্ডা পানিতে মিশিয়ে গড়গড়া করলে উপকার পাওয়া যায়।

 

**মধু বা চিনি দিয়ে তৈরি মিশ্রণ**: পোড়া স্থানে মধু বা চিনির মিশ্রণ লাগালেও কাজ করে।

 

**ভিটামিন-ই ক্যাপসুল**: ভিটামিন-ই ক্যাপসুল লাগালে আরাম পাওয়া যায়।

 

**মুখের ভেতরে পুড়ে গেলে যা এড়িয়ে চলা উচিত**: অ্যাসিডজাতীয় খাবার, লেবুর রস, কফি, মসলাযুক্ত খাবার এবং অ্যালকোহলযুক্ত টুথপেস্ট ব্যবহার এড়িয়ে চলা উচিত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট