দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫৭

“আবুল হায়াতের ৮০তম জন্মদিন”

জীবনে বহু পুরস্কার লাভ করেছি, কিন্তু সাধারণ মানুষের যে ভালোবাসা এবং সম্মান পেয়েছি, তার সাথে কোনো কিছুই তুলনীয় নয়। আমি সেই ভালোবাসার মধ্যেই বাঁচতে চাই এবং জীবন শেষ দিন পর্যন্ত সেই ভালোবাসা বুকে নিয়ে অভিনয় করতে চাই। এই কথা বললেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত তাঁর ৮০তম জন্মদিন উপলক্ষে।

 

অভিনেতার জন্মদিন উপলক্ষে কোনো বিশেষ পরিকল্পনা থাকেনা আবুল হায়াতের। পরিবারই ঘরোয়া আয়োজন করে থাকে। আজ বিকেলে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করবে। এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি আহসান হাবিব নাসিম।

 

জন্মদিন নিয়ে আবুল হায়াত বলেন, “জন্মদিন নিয়ে আমার কোনো বিশেষ পরিকল্পনা থাকে না। পরিবারের সাথে সময় কাটাই। এদিন আমার নাতনি শ্রীষার জন্মদিনও হয়। রাত ১২টার পর একে অপরকে ফোন করে শুভেচ্ছা জানাই। এছাড়া আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফোন এবং বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান।”

 

এ মাসের শেষে প্রকাশিত হবে আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’, যা লিখতে তাঁর ১০ বছর সময় লেগেছে। এই বইয়ে তিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। বইটির প্রচ্ছদ করেছেন তাঁর বড় মেয়ে বিপাশা হায়াত এবং এটি প্রকাশ করবে সুবর্ণ প্রকাশনী।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট