দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪১

“বিয়ের জন্য সঠিক কোনো বয়স নির্ধারিত নেই,” বলেছেন রিয়া।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অনেক সমস্যায় পড়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এর ফলে তাকে জেলও খাটতে হয়েছিল এবং কিছু সময়ের জন্য প্রচারের আলো থেকে দূরে ছিলেন তিনি।

 

সম্প্রতি রিয়া নিজের পডকাস্ট শুরু করেছেন এবং সুশান্তের মৃত্যুর পর কিভাবে সময় কাটিয়েছেন সে সম্পর্কে খুলে বলেছেন। কারাবাসের অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। একটি সাক্ষাৎকারে ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্নের উত্তরে রিয়া জানান, তার বিয়ের কোনো পরিকল্পনা নেই।

 

বিয়ের বয়স নিয়ে তিনি বলেন, “বিয়ের সঠিক বয়স বলে কিছু নেই। দ্বিতীয়ত, কেন বিয়ে করতে হবে? কেন এ নিয়ে চাপ থাকতে হবে? পুরুষদের তো শারীরবৃত্তীয় কারণে কোনো চাপ থাকে না। তবে নারীরাও এখন ডিম্বাণু সংরক্ষণ করতে পারে, যদিও এটা বেশ কষ্টকর।” তিনি আরও বলেন, “আমার অধিকাংশ বান্ধবীই ৪০ বছর বয়সের পরে বিয়ে করেছেন অথবা মা হয়েছেন। আমি এখন ৩২, এবং আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত নই। আমি এই মুহূর্তে কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই।”

 

রিয়া যোগ করেন, “কিছু বন্ধু ২০ থেকে ৩০-এর মধ্যে বিয়ে করেছেন, আবার কিছু ৩০-এর পরে। তবে আমি মনে করি ৪০-এর পরে যারা বিয়ে করেছেন তারা ঠিকই করেছেন। আইনি দিক দিয়ে বিয়ে করতে চাই না, কারণ আমি আদালতে গিয়ে ভালোবাসার অনুমতি চাইতে চাই না। পাসপোর্টের জন্য আমি যাই, কিন্তু বিয়ের জন্য নয়।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট