ভালোবাসা কি অভ্যাস, নাকি অনুভূতির ব্যাপার? অভ্যাসের গুরুত্ব অবশ্যই আছে, তবে অনুভবই আসল। অনেক প্রেমিক-প্রেমিকার মধ্যে অভিযোগ থাকে, ‘তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি সেটা বুঝতে পারি না।’
এই বুঝতে পারাটা অত্যন্ত জরুরি। যদি কাউকে ভালোবাসেন, নিজে যেমন অনুভব করবেন, অপর পক্ষও তা বুঝবে। যদি না বোঝে, তবে বুঝতে হবে কোথাও কিছু সমস্যা আছে। প্রেমের অনুভূতিটা কেমন? নিজের মধ্যে ঠিক কী ধরনের অনুভূতি হলে মনে হবে, ‘এই তো আসল প্রেম!’ এর কোনো সর্বজনগ্রাহ্য মীমাংসিত ব্যাখ্যা নেই। প্রেমের অনুভূতি ব্যক্তিভেদে আলাদা হতে পারে। তবে কিছু কিছু বিষয় আছে যা সবার ক্ষেত্রে অভিন্ন। যখন মনে প্রেমের অনুভূতি জন্মায়, তখন চারপাশের সবকিছুই অদ্ভুতভাবে প্রেমময় লাগে। আধো ঘুমে, জাগরণে চোখের সামনে ভাসে প্রিয় মানুষের মুখ। যেমন গান আছে, ‘বাতাসে বহিছে প্রেম/নয়নে লাগিল নেশা,’ কিংবা ‘আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ।’ আকাশ-বাতাস, কোলাহল-নির্জনতা, সব কিছুতেই প্রেমের ছোঁয়া লাগে। সত্যি প্রেমে পড়লে, এগুলো সবই অনুভব করা সম্ভব। মনে আছে টাইটানিক সিনেমার সেই দৃশ্য, যেখানে জাহাজের সামনে দাঁড়িয়ে রোজ দুহাত বাড়িয়ে গাইছেন, ‘…আই সি ইউ, আই ফিল ইউ।’ পেছনে জ্যাকও নিশ্চয়ই একইভাবে অনুভব করছিলেন!
প্রেম বা ভালোবাসা, যা-ই বলি না কেন, এটা এক অদ্ভুত শক্তি। এক মুহূর্তেই এই শক্তি হয়ে উঠতে পারে পৃথিবীর সেরা সাফল্যের কারণ। ভালোবাসার মানুষের ইতিবাচক অনুপ্রেরণা একজনকে এত দূর এগিয়ে দিতে পারে, যা হয়তো সেই মানুষটিও কল্পনা করতে পারে না। তাই হয়তো মান্না দে বলেছেন, ‘চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।’
আজ ৭ সেপ্টেম্বর, ভালোবাসা অনুভবের দিন (ফিল দ্য লাভ ডে)। আমেরিকায় এই দিনটি পালন করা হয়, তবে কবে বা কীভাবে এর সূচনা হয়েছিল, তা জানা যায় না। এই বিশেষ দিন শুধু রোমান্টিক ভালোবাসায় সীমাবদ্ধ নয়। এটি হতে পারে পরিবারের প্রতি, বন্ধুদের প্রতি, এমনকি প্রিয় পোষা প্রাণীর প্রতিও ভালোবাসা।