দ্যা নিউ ভিশন

মার্চ ১০, ২০২৫ ১৩:৪৫

‘এখনই ওয়ানডে ছাড়ছি না’—চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর রোহিত শর্মা

আইসিসি চেয়ারম্যান জয় শাহর কাছ থেকে চ্যাম্পিয়নস ট্রফি বুঝে নিচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক চ্যাম্পিয়নস ট্রফি জিতেই ওয়ানডে ছাড়ার ঘোষণাও দিতে পারেন—বাতাসে এমন গুঞ্জন ভাসছিল এবার। রোহিতের ওয়ানডে ফর্মটাই সেই গুঞ্জনে ডালাপালা মেলার সুযোগ করে দিয়েছিল।

তবে রোববার দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জয়ের পর ভারত অধিনায়ক জানিয়ে দিলেন সহসাই ওয়ানডে ক্রিকেট ছাড়ছেন না তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনেই সব গুঞ্জন উড়িয়ে দিলেন ৩৭ বছর বয়সী রোহিত, ‘আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায় তা নিশ্চিত করতেই কথাটা বললাম।’

এখন অবসর না নিলেও ঠিক কবে অবসর নিতে পারেন, সে বিষয়েও কিছু বলেননি রোহিত। বরং রোহিত বললেন অবসর নিয়ে নির্দিষ্ট কোনো ভাবনা নেই তাঁর।

২০০৭ সালে ওয়ানডে অভিষেক রোহিতের। এরপর গত ১৮ বছরে ভারতের হয়ে ২৭৩টি ওয়ানডে খেলে ১১১৬৮ রান করেছেন রোহিত। এই সংস্করণে ৩২টি সেঞ্চুরি তাঁর, এর সর্বোচ্চ তিনটিই ডাবল সেঞ্চুরি।

২০১৪ সালে ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান করেন রোহিত। যেটি এখনো এই সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের বিশ্ব রেকর্ড হিসেবে টিকে আছে।

অবসর নিয়ে কথা বলার পর ভারতের জয়ের অন্যতম নায়ক লোকেশ রাহুলের প্রশংসা করেছেন রোহিত। মাঝের ওভারে দ্রুত কিছু উইকেট হারিয়ে ভারত কিছুটা চাপে পড়ে গিয়েছিল। ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরা রাহুলের ঠান্ডা মাথার প্রশংসা করলেন রোহিত, ‘খুবই কঠিন মানসিকতার এক মানুষ। সে কখনোই বেশি চাপ নেয় না। এ কারণেই ইনিংসে মাঝপথে ওর মতো একজন ব্যাটসম্যান আমরা চেয়েছি, যে কিনা ম্যাচ শেষ করে আসবে।’

নিজে খেলেছেন ৮৩ বলে ৭৬ রানের ইনিংস। হয়েছেন ফাইনালের ম্যাচসেরাও। ভারতের ব্যাটিং গভীরতার জন্যই শুরুতে মেরে খেলার স্বাধীনতা পেয়েছেন বলেই জানালেন অধিনায়ক, ‘এ সব তো কাজ সহজ করে দেয়। একটু স্বাধীনতাও দেয়। এ কারণেই আমি আগেই বলেছি ব্যাটিং-গভীরতা যতটা সম্ভব বাড়ানোর কথা। জাদেজা আট নম্বরে নামে, এটাই তো আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

খালেদা জিয়া হেঁটে জেলে গেছেন, স্বৈরাচার নির্যাতন করে হুইলচেয়ারে বসিয়ে দিয়েছে: ইকবাল হাসান মাহমুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, ফ্যাসিস্ট