দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ০৮:১৫

বিলে পড়ে ছিল তরুণের লাশ, সঙ্গে থাকা মুঠোফোনে মিলল পরিচয়

নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর সোনাইমুড়ীর একটি বিল থেকে নিখোঁজ এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল বাশার (২২) ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দুধনই গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা গ্রামের একটি বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে বরলা গ্রামের রেললাইনের পশ্চিম পাশে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক তরুণের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত আবুল বাশার সোনাইমুড়ীতে একটি ভাঙারির দোকানে কাজ করতেন। ৩ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ সময় তাঁর পরনে থাকা লুঙ্গিতে প্যাঁচানো মুঠোফোন থেকে পরিচয় নিশ্চিত করা হয়। ৩ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী