দ্যা নিউ ভিশন

মার্চ ১০, ২০২৫ ০৪:৪৬

নিজের মতো দেখতে ভক্তকে রোনালদো বললেন, ‘তুমি খুব কুৎসিত’

আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো

ঘটনাটি গতকাল রাতে সৌদি প্রো লিগে আল নাসর ও আল শাবাবের মধ্যকার ম্যাচ শুরুর আগের। অনুশীলনের মধ্য দিয়ে মাঠে নামার শেষ প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর সতীর্থরা। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন অল্প কিছু দর্শকও।

যাঁরা গ্যালারিতে থেকে উপভোগ করছিলেন রোনালদোদের রানিং। সে সময় স্ট্যান্ডে এমন এক রোনালদো–ভক্ত ছিলেন, যিনি দেখতে অনেকটা রোনালদোর মতোই। এমনকি তাঁর চুলের স্টাইল, দাঁড়ানোর ভঙ্গি এবং মুখের অভিব্যক্তিও দেখতে রোনালদোর মতোই।

দৌড়াতে থাকা রোনালদোর একটু পর চোখ পড়ে তাঁর মতো দেখতে পর্তুগালের জার্সি পরা সেই লোকটির ওপর। একপর্যায়ে রানিং অবস্থাতেই হঠাৎ করে সেই ভক্তের উদ্দেশে কথা বলতে শুরু করেন রোনালদো। আল নাসর তারকা বলেন, ‘ভাই, তুমি দেখতে আমার মতো না। একেবারেই আমার মতো না। তুমি দেখতে খুবই কুৎসিত।’ রোনালদোর এই কথার জবাবে তাঁর মতো দেখতে সেই ভক্তও প্রতি উত্তর দেন।

রোনালদোর দৃষ্টি আকর্ষণ করতে পেরে উৎফুল্ল সেই ভক্ত বলেন, ‘ভাই তুমি সেরা। তুমিই সেরা।’ তাঁর এই কথার জবাবে হাসতে হাসতে থাম্বস আপ দেখান রোনালদো। মজার এই কথোপকথনের পুরোটাই রোনালদো অবশ্য দৌড়াতে দৌড়াতে করেছেন। আর ভক্তের সঙ্গে রোনালদোর এই খুনসুটিতে মজা পেয়েছেন অন্যরাও।

ভক্তের সঙ্গে মজা করার ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত হাসিমুখে শেষ করতে পারেননি রোনালদো। নিজে গোল পেলেও জিততে পারেনি দল। আল শাবাবের সঙ্গে আল নাসর ড্র করেছে ২-২-এ। তবে এই ম্যাচে গোল করে হাজার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন ‘সিআর সেভেন’। রোনালদোর গোল এখন ৯২৬।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

খালেদা জিয়া হেঁটে জেলে গেছেন, স্বৈরাচার নির্যাতন করে হুইলচেয়ারে বসিয়ে দিয়েছে: ইকবাল হাসান মাহমুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, ফ্যাসিস্ট