দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:০০

ব্যাংকিং খাতে মজুমদার যুগের অবসান

নজরুল ইসলাম মজুমদার

শেখ হাসিনার শাসনামলে বেসরকারি ব্যাংকগুলোর কার্যক্রম কঠিন করে তোলেন ব্যাংক খাতের স্বঘোষিত ‘পিতৃপুরুষ’ নজরুল ইসলাম মজুমদার। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই মজুমদারের ক্ষমতার অপব্যবহার শুরু হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান হিসেবে তার মেয়াদকালে বহুবার ব্যাংকগুলোকে প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অধীনে নগদ অর্থ বা কম্বলের মতো অনুদান সংগ্রহের ক্ষেত্রে মজুমদার মুখ্য ভূমিকা পালন করতেন। সাধারণত সিএসআর তহবিলের অর্থ শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক কল্যাণে ব্যয় হওয়ার কথা, কিন্তু অভিযোগ রয়েছে যে মজুমদার বিভিন্ন সরকারের কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রকল্পের জন্য ব্যাংকগুলোকে বাধ্য করতেন।

বিএবি সম্প্রতি শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করতে ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় ৫.৫ কোটি টাকা সংগ্রহ করেছে। ২০২৩ সালে এই টুর্নামেন্ট আয়োজনেও সিএসআর তহবিলের অর্থ ব্যবহার হয়েছিল। এছাড়া, শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদ এবং শেখ কামাল যুব গেমসসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকগুলোকে অনুদান দিতে বাধ্য করা হয়।

বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আনিস এ খান বলেন, অনুদান সীমিত হওয়া উচিত এবং এটি স্বাস্থ্য, শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহার করা উচিত। আরেক ব্যাংকার মেহমুদ হোসেন সিএসআর তহবিলের এই ধরনের ব্যবহারকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে বলেন, এই প্রক্রিয়া দেশের ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে বাধা সৃষ্টি করেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক টেকসই অর্থ বিভাগের সঙ্গে সব তফসিলি ব্যাংকের সিএসআর কর্মসূচির তত্ত্বাবধান করছে এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মজুমদার ২০০৮ সাল থেকে বিএবির নেতৃত্বে ছিলেন এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঋণ ও আমানতের সুদের হারের ওপর ক্যাপ আরোপের একজন স্থপতি ছিলেন। ২০১৮ সালে ঋণ এবং আমানতের সুদের হার কমানোর সিদ্ধান্ত নেন এবং ২০২১ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক থেকে রাজনৈতিক চাপের কারণে প্রায় ২৬১ কোটি টাকার ঋণের সুদ মওকুফ করান।

মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট