দ্যা নিউ ভিশন

ওসাকা ফেস্টিভ্যালে মেহজাবীনের ‘সাবা’

`সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী

জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ‘সাবা’। ছবির পরিচালক মাকসুদ হোসাইন বলেন, ‘ওসাকায় সিনেমার তিনটি প্রদর্শনী হবে। উৎসবে আমি অংশগ্রহণ করব।’ উৎসব শুরু হবে ১৪ মার্চ, চলবে ২৩ মার্চ পর্যন্ত।
বার্লিন চলচ্চিত্র উৎসবের বার্লিনাল ট্যালেন্টসে অংশ নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন মাকসুদ হোসাইন। এবার জাপানের উৎসবে অংশগ্রহণের জন্য প্রস্তুত হচ্ছেন।

এই পরিচালক বলেন, ‘“সাবা” প্রদর্শনের পাশাপাশি উৎসবে আমাকে নিয়ে একটি সিম্পোজিয়াম বা বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। সেখানে আমার সিনেমার ক্যারিয়ার, পরিচালনায় আসা, “সাবা” সিনেমা নির্মাণের জার্নিসহ চলচ্চিত্রের নানা প্রসঙ্গে আলোচনা হবে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ