রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী বছরগুলোতে বাংলাদেশ থেকে পোশাক উৎপাদনের একটি বড় অংশ ভারতে চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন রেমন্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংহানিয়া। ভারতের সংবাদপত্র দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
গৌতম সিংহানিয়া বলেন, “আমরা বাংলাদেশে কাপড় বিক্রি করছি, তবে সাম্প্রতিক রাজনৈতিক সংকটের কারণে সেখানে ব্যবসার পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। একবার ব্যবসা ভারতে স্থানান্তরিত হলে তা ফিরিয়ে নেওয়া খুব কঠিন হবে।”
তিনি আরও উল্লেখ করেন, ভারতে পোশাক ও কাপড় উৎপাদনের শক্তিশালী ভিত্তি রয়েছে এবং এ পরিস্থিতিতে তাদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। রেমন্ড প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করে পোশাক উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে এবং বড় ক্রেতাদের সরবরাহ করতে প্রস্তুত।
“আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম পোশাক প্রস্তুতকারক এবং প্রতি বছর ১০ মিলিয়ন পিস পোশাক উৎপাদন করি,” উল্লেখ করে সিংহানিয়া বলেন। তিনি আশা করেন যে, ভবিষ্যতে তাদের রাজস্ব আরও বাড়বে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় গ্রাহক যেমন হুগো বস, সিকে, মাসিস, জেসিপেনি তাদের সঙ্গে রয়েছে।
সম্প্রতি বার্তা সংস্থা পিটিআইকে তিনি আরও জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে রেমন্ড নতুন সম্ভাবনাগুলো কাজে লাগাতে প্রস্তুত।