দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৪৩

হাথুরুসিংহের পদত্যাগের পর তার জায়গায় কোচ হওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই মুশতাক আহমেদের

মুশতাক আহমেদ ও চণ্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশ ক্রিকেটে চণ্ডিকা হাথুরুসিংহের দায়িত্ব শেষ হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পরপরই হাথুরুসিংহের বিকল্প খোঁজার কথা বলেছেন। যদিও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সাফল্যের পর হাথুরুসিংহে কিছুটা সুবিধা পেয়েছেন বলে মনে করা হচ্ছে, তবে তার বিকল্প হিসেবে আলোচনা চলছে।

চলতি মাসে ভারত সফরে হাথুরুসিংহে দায়িত্বে থাকবেন, তবে সফরের পর পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনের ক্ষেত্রে মুশতাক আহমেদ একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন।

পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ সম্প্রতি বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই মাসের চুক্তিতে এবং পাকিস্তান সিরিজের সময় দিনভিত্তিক চুক্তিতে দলের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও আসন্ন ভারত সফরে মুশতাক থাকবেন না, তিনি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি চুক্তির জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

মুশতাক আহমেদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আগামী তিন মাসে আমার কিছু পারিবারিক দায়িত্ব রয়েছে, যেমন আমার মেয়ের বিয়ে এবং পাকিস্তানে তৃণমূল পর্যায়ে কোচিংয়ের কাজ। তবে আমার এজেন্ট ইতোমধ্যে বিসিবির সঙ্গে কথা বলছে। আশা করি, তিন মাস পর বিসিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে পারব।’

মুশতাক বলেছেন, ‘বাংলাদেশের হেড কোচ হওয়ার প্রস্তাব পেলে তা বিবেচনা করব। তবে এখনই কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমি এই দলের সঙ্গে কাজ করে বেশ উপভোগ করেছি। ভবিষ্যতে কোনো প্রস্তাব পেলে তা বিবেচনা করব।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট