দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৪৮

কঙ্গোতে পৌঁছেছে এমপক্সের টিকার প্রথম চালান

ছবি সংগৃহীত

মধ্য আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডি আর কঙ্গো) এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাবে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। তবে আশার খবর, ইউরোপীয় ইউনিয়ন গতকাল বৃহস্পতিবার কঙ্গোতে এমপক্সের টিকার প্রথম চালান পাঠিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা মুলাম্বা বলেছেন, টিকার প্রথম ধাপটি সেই সব প্রদেশে দেওয়া হবে যেখানে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এই টিকা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অনুমোদিত, তবে এটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ২০২৩ সালের জানুয়ারির পর থেকে কঙ্গোতে ২৭ হাজার মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছেন এবং এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত ও নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু।

বিশ্বব্যাপী করোনা মহামারির ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠতে না পারার মধ্যেই এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাব নতুন ঝুঁকি সৃষ্টি করেছে। পূর্বে এই ভাইরাসটি মাংকিপক্স নামে পরিচিত ছিল।

আফ্রিকার দেশগুলোতে এমপক্স ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, এবং গত মাসে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কঙ্গো থেকেই প্রতিবেশী দেশগুলোতে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে, এবং গত দুই বছরে এটি দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট