চ্যাম্পিয়নস ট্রফিতে আর কোনো আশা নেই বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ হেরেই নাজমুল হোসেনের দল বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। তবে এই টুর্নামেন্টের আগে বাংলাদেশকে নিয়ে যেটুকু ইতিবাচক আলোচনা হয়েছে, তার কৃতিত্ব পেসারদের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভালো করার পেছনে তাঁদের অবদানের কথা উঠে আসছে বারবার।
এবার তা শোনা গেল পাকিস্তান কোচ আকিব জাভেদের কণ্ঠেও। কাল চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে তাঁর দল মুখোমুখি হবে বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ হেরে পাকিস্তানও বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। আগামীকালের ম্যাচটা তাই দুই দলের জন্যই নিয়ম রক্ষার। সেই ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসারদের প্রশংসাই করলেন আকিব।
আকিব নিজেও ছিলেন পেসার। তাঁর কাছে তাই জানতে চাওয়া হয় বাংলাদেশের পেসারদের নিয়ে। সংবাদ সম্মেলনে আকিব বলেন, ‘আমি বাংলাদেশের পেসারদের বোলিং দেখেছি পাকিস্তানের বিপক্ষে এখানে (রাওয়ালপিন্ডিতে), ওয়েস্ট ইন্ডিজেও তারা যেভাবে বল করেছে; আমার মনে হয়, তাদের স্কিল খুব ভালো।’
সাম্প্রতিক কালে আলোচনায় বাংলাদেশি পেসার নাহিদ রানার গতি। তাঁর কথা একটু আলাদা করেই বলেন আকিব, ‘বিশেষত নাহিদ রানা, তার উচ্চতা ও গতি আছে। তাসকিনও খুবই স্কিলফুল বোলার। মোস্তাফিজ খুব অভিজ্ঞ, অনেক বৈচিত্র্য আছে।’
বাংলাদেশি পেসারদের নিয়ে প্রশংসা করা আকিবকে তাঁর নিজের দলের বোলারদের নিয়েই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। পাকিস্তানের এখনকার পেসারদের নাকি ভালো করার ওই প্রতিভাই নেই, এমন বলেছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। এ নিয়ে জানতে চাইলে শুরুতে আকিব বলেন, ‘দেখুন, মানুষ যা ইচ্ছা বলুক। তাদের সব ধরনের স্বাধীনতা আছে।’
এরপরই নিজের পেসারদের পাশে দাঁড়ান আকিব, ‘আমি জানি না তারা কোন দিক থেকে বলছে। যদি আপনি দেখেন শাহিন-হারিস-নাসিম বর্তমান ও ভবিষ্যতের জন্য অন্যতম সেরা বিকল্প। ওদের গতি আছে, ১৪৫–এর বেশি। তাদের বৈচিত্র্য আছে, স্কিল আছে। তো?’
ওই প্রতিভা অবশ্য ঘরের মাঠে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খুব একটা কাজে লাগাতে পারেননি পাকিস্তানের পেসাররা। দুই ম্যাচে তাঁদের বিপক্ষে বেশ স্বচ্ছন্দে খেলেছেন নিউজিল্যান্ড ও ভারতের ব্যাটসম্যানরা।