দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:১০

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ১৭ ফিলিস্তিনি

ছবি সংগৃহীত

গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে মোট মৃতের সংখ্যা প্রায় ৪০ হাজার ৯০০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরাইলের চলমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৮৭৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া, ইসরাইলি আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ হাজার ৪৫৪ জনে পৌঁছেছে।

বিশ্ব সম্প্রদায়ের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে। জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে যে, ‘গাজায় যুদ্ধের সমস্ত নিয়ম ভঙ্গ করা হয়েছে।’

গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরাইলি হত্যা এবং প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে ইসরাইল পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট