দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ০১:৪৪

মার্কিন কর্মীরা কাজের হিসাব না দিলে চাকরি থেকে বরখাস্ত: মাস্ক

ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির ফেডারেল কর্মচারীদের একটি ই-মেইল পাঠিয়েছে। যেখানে তাদের আগের সপ্তাহের কাজের সাফল্য বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের মধ্যে এই তথ্য না দিলে তাদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে ই-মেইলে। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইলন মাস্ক। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) ই-মেইলটি পাঠিয়েছিলেন ট্রাম্প। এরপর ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান ইলন মাস্ক তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, এই ই-মেইলের উত্তর না দিলে তা পদত্যাগ হিসেবে গণ্য করা হবে।

ইলন মাস্ক এক্সে লিখেছেন, ‘সব ফেডারেল কর্মচারী শিগগিরই একটি ই-মেইল পাবেন, যেখানে জানতে চাওয়া হবে তারা গত সপ্তাহে কী কাজ করেছেন। উত্তর দিতে ব্যর্থ হলে, তা স্বেচ্ছায় পদত্যাগ বলে বিবেচিত হবে।’

মাস্কের এই পোস্টের কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, ‘ডিওজিইকে আরও আক্রমণাত্মক হতে হবে এবং ২৩ লাখ ফেডারেল কর্মীর সংখ্যা কমিয়ে সরকারকে ঢেলে সাজাতে হবে।’

এদিকে, সংবাদ সংস্থা রয়টার্স এই ই-মেইল যাচাই করেছে। ই-মেইলে কর্মচারীদের ৫টি পয়েন্ট আকারে তাদের আগের সপ্তাহের কাজের সংক্ষিপ্ত বিবরণ দিতে বলা হয়েছে এবং তাদের ব্যবস্থাপকদের (ম্যানেজার) এই বিবরণের একটি করে কপি জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

ফেডারেল কর্মসংস্থান আইন বিশেষজ্ঞ মাইকেল ফলিংস বলেন, মাস্ক ফেডারেল কর্মীদের পদত্যাগ করতে বাধ্য করতে পারেন না এবং সেটি করার চেষ্টা করা অনিচ্ছাকৃত চাকরিচ্যুতির শামিল হবে।

তিনি আরও বলেন, ফেডারেল কর্মীদের কাজের বিষয়ে মন্তব্য করার অধিকার মাস্কের নেই। গত সপ্তাহে ফেডারেল কর্মচারীদের তাদের কাজের প্রতিবেদন দাবি করা একটি অযৌক্তিক ও অপ্রয়োজনীয় অনুরোধ ছাড়া আর কিছুই নয়।

ফলিংস বলেন, ফেডারেল কর্মীদের জিজ্ঞেস করার আগে তাদের পরিচালকদের এবং ইউনিয়ন কর্মকর্তাদের সাথে ই-মেইলটি নিয়ে আলোচনা করা উচিত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: ছাত্রশিবির

জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ইসলামী