সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অনলাইনে নারীদের সুরক্ষার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন, রাতে নিরাপদে বাড়ি ফেরার জন্য নারীদের জন্য ‘নাইট বাস’ ও নির্ধারিত ‘সেফ স্টপের’ ব্যবস্থা করাসহ বেশ কিছু সুপারিশ করেছে এবি পার্টি। নারীবিষয়ক সংস্কার কমিশনের কাছে এসব সুপারিশ তুলে ধরেছে দলটি।
আজ শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুপারিশের সারসংক্ষেপ তুলে ধরা হয়। এর আগে গত সপ্তাহে নারীবিষয়ক সংস্কার কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে এবি পার্টি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা বলেন, এবি পার্টির সুপারিশগুলোতে জনগণের প্রত্যাশা ও দেশের বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হয়েছে, যা সামগ্রিক সামাজিক উন্নয়নে মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
এবি পার্টির নারী উন্নয়নবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার বলেন, এবি পার্টির সুপারিশে এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে, যা সমাজে নারীদের সুরক্ষা ও সমতা নিশ্চিত করতে অপরিহার্য।
সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হাজেরা মেহজাবিন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদিকা রাজিয়া সুলতানা, দলের ছাত্রসংগঠন ছাত্রপক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।