‘নাটকটি সিনেমা হলে রিলিজ করা উচিত ছিল’। ইউটিউবে ‘মন-দুয়ারী’ নাটকের নিচে মন্তব্যের ঘরে লিখেছেন এক দর্শক। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। কেবল তিনিই নন, এমন দাবি আরও অনেক ভক্তের। বড় বাজেটের নাটকটি নিয়ে শুটিংয়ের সময় থেকেই ছিল আলোচনা, মুক্তির পর সেটা যেন আরও ছড়িয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য ইউটিউবে নাটক সেভাবে আলোচনায় ছিল না। কিন্তু ‘মন-দুয়ারী’ সব হিসাব–নিকাশ বদলে দিয়েছে। গত মঙ্গলবার রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকেই এটি বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে।
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া নাটকটির চিত্রনাট্য করেন নাসির খান ও জাকারিয়া সৌখিন। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা।
প্রকাশের মাত্র চার ঘণ্টায় অতিক্রম করেছিল মিলিয়ন ভিউ! ১৯ ফেব্রুয়ারি থেকে নাটকটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে। বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত নাটকটির ভিউ প্রায় ৩৭ লাখ, মন্তব্য এসেছে প্রায় ৯ হাজার।
গল্পে দেখা যায়, যুক্তরাষ্ট্রপ্রবাসী অপূর্ব হঠাৎ গ্রামে ফেরেন দাদিকে ‘বেটার লাইফ’ দেওয়ার জন্য নিয়ে যেতে। কিন্তু পারিবারিক বন্ধন ছেড়ে দাদি দিলারা জামান যেতে চান না। বাধা হয়ে দাঁড়ায় কাজিন নাজনীন নিহাসহ পরিবারের অন্য সদস্যরা।
এমন পারিবারিক আবেগ, রোমান্টিক আমেজের সঙ্গে বাংলার দৃশ্য আর গান মিলিয়ে অনেক দর্শকই পছন্দ করেছেন নাটকটি। এক দর্শক লিখেছেন, ‘রোমান্টিক নাটকের জন্য অপূর্ব বেস্ট। তাঁর ধারেকাছেও কেউ নেই। অসাধারণ অভিনয় ছিল।’
নাটকের অভিনেত্রী নিহার হাসিতে মুগ্ধ হয়েছেন অনেকেই। কেউ আবার প্রশংসা করেছেন নাটকের কারিগরি দিকের। এমন এক দর্শকের ভাষ্যে, ‘পুরোটা নাটক অনেক ভালো লাগল কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগছে নাটকের প্রাকৃতিক দৃশ্য ও গ্রাফিকস, কালার কম্বিনেশন এবং এডিটিং; জাস্ট ওয়াও।’
২০২৩ সালে সিএমভি চ্যানেলেই মুক্তি পায় জাকারিয়া সৌখিনের আরেকটি নাটক ‘পথে হলো দেরী’। সে নাটকে জুটি হয়েছিলেন অপূর্ব ও তটিনী। নির্মাতার সে নাটকও ব্যাপক আলোচিত হয়েছিল।