দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৫৮

মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার: র‍্যাব

র‍্যাব। ছবি: র‍্যাবের ফেসবুক পেজ থেকে নেওয়া

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব।

আজ শুক্রবার র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, র‍্যাব-২ মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি শটগান ও ৯৮টি গুলি উদ্ধার হয়। এ ছাড়া ১টি পুলিশ বেল্ট উদ্ধার হয়।

অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য খুদে বার্তায় জানানো হয়নি।

অবৈধ অস্ত্র উদ্ধারে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে দেশে যৌথ অভিযান শুরু হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পুলিশের লুট হওয়া সব ধরনের অস্ত্র এবং লাইসেন্স নেওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। মঙ্গলবার রাত থেকে জোরেশোরে যৌথ অভিযান শুরু হয়নি। আজ শুক্রবার থেকে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো অভিযান চালাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট