দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১৭:১৪

ইউনিয়ন পরিষদে ওয়ার্ড বাড়ানোর প্রয়োজন: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান

‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জনআকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার’ শীর্ষক সংলাপে বক্তারা

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সংখ্যা নয়, ওয়ার্ডের সংখ্যা বাড়ানো প্রয়োজন। তাঁরা ইউপির ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করবেন। জনসংখ্যার ভিত্তিতে একটি ইউপির ওয়ার্ডের সংখ্যা ৯ থেকে ৩০টি পর্যন্ত করা হতে পারে।

আজ বৃহস্পতিবার ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জনআকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার’ শীর্ষক এক সংলাপে এ কথা বলেন তোফায়েল আহমেদ। রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মিলনায়তনে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় গভর্ন্যান্স অ্যাডভোকেসি ফোরাম ও ইউএনডিপি যৌথভাবে ওই সংলাপের আয়োজন করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ