দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১৩:২৮

আদনানই তখন আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে: পপি

সাদিকা পারভীন পপি

চার বছরের বেশি সময় ধরে আড়ালে আছেন পপি। একসময় শোনা যায়, বিয়ে করে সংসারী হয়েছেন এই চিত্রনায়িকা। সম্প্রতি একটি জিডিকে ইস্যু করে আবার আলোচনায় পপি। তখনই জানিয়েছিলেন, বিয়ে-স্বামী-সন্তান নিয়ে আপাতত কিছুই বলবেন না। অবশেষে মুখ খুললেন এই তারকা।
প্রথম আলো বিনোদনকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে, মাতৃত্ব ও সিনেমা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। জীবনের এ পর্যায়ে এসে নিজের অনুভূতি, অভিজ্ঞতার কথা জানালেন সাক্ষাৎকারে। বলেন, ‘ছোটবেলা থেকে আমি ভালোবাসার পাগল। অনেকে ভাবত আমি অহংকারী; কিন্তু মোটেও আমি তা ছিলাম না। সেই ভালোবাসা যখন আমার পরিবার থেকে না পেয়ে স্বামী-সন্তানের কাছ থেকে পাই, নীরবে কাঁদি। পৃথিবীতে এখন নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করি।’

দর্শকের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এই চলচ্চিত্র অঙ্গনের প্রত্যেকটা মানুষ, এফডিসির ইটপাথরের কাছে কৃতজ্ঞ। কারণ, আমি যা-ই হয়েছি, ইন্ডাস্ট্রির মানুষের সাপোর্ট না পেলে এতটা সাফল্য পেতাম না। ভালো ভালো ছবিতে কাজ করতে পারতাম না। ভালো কাজ না করলে অর্থনৈতিকভাবে সফল হতে পারতাম না। আমি ফিল্ম ব্যাকগ্রাউন্ডের মেয়ে নই। আমাকে নিজে থেকে সব শিখতে হয়েছে। অল্প বয়সে সিনেমায় অভিনয় শুরু করি। তখনই আয়রোজগার শুরু। সত্যি বলতে, পরিবারের কোনো ভালোবাসা পাইনি। তাদের কাছে আমি টাকা কামানোর মেশিন ছিলাম। অথচ আমি ভাইবোনদের নিঃস্বার্থভাবে ভালোবেসেছি। নিজের কোনো শখ-আহ্লাদও পূরণ করিনি।’

দীর্ঘ সাক্ষাৎকারের কথা প্রসঙ্গে পপি জানান, তিনি তাঁর মতো সংসার শুরু করেন। স্বামীর সঙ্গে ধানমন্ডিতে থাকতেন। তাঁর ভাষ্যে, ‘আমার সংসার বাঁচানোর জন্য আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এরপর আমার স্বামী যেভাবে চেয়েছে, সেভাবেই জীবনটাকে গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেকবার বলেছিও, বিয়ের পর আমি সিনেমা ছেড়ে দেব। আমার স্বামী না চাইলেও সিনেমায় কাজ করব না।’

তিনি বলেন, ‘ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই, কিন্তু আপনজন কেউ ছিল না। বরাবরই আমি পরিবার–অন্তঃপ্রাণ মানুষ। অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল। সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে জটিলতা শুরু হয়। জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে। কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি। আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল, “আমি আছি, নো টেনশন।” ওই সময়ে এমন একজন বন্ধুকে যদি না পেতাম, আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত।

২০২০ সালের দিকে আবার জটিলতা শুরু হয়। তখনো ভাবলাম, আমাকে মা-বোনেরা বাঁচতে দেবে না। বাসা থেকে বের হয়ে পড়ি। যোগাযোগ করি আদনানের সঙ্গে। এরপর আমার জায়গাজমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি। বলতে পারেন, রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম। তখন আমার সামনে দুটি পথ খোলা, হয় আত্মহত্যা করতে হতো, নয়তো ওদের হাতে খুন হয়ে যেতে…। আদনানই তখন আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই। ২০২০ সালের নভেম্বরে বিয়ে করি বাসায় কাজি ডেকে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ