দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১৩:৪১

শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও নানা আয়োজন

জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’। ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে

১৯৭৪ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রতিষ্ঠানটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৯ ফেব্রুয়ারি। দিনটি উপলক্ষে একাডেমি বিশেষভাবে কোনো আয়োজন করেনি। তবে প্রতিষ্ঠানের মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের ভাষ্য, ‘প্রান্ত থেকে কেন্দ্র, নানামুখী উৎসব আয়োজনের মাধ্যমেই আমরা প্রতিদিন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছি।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে একাডেমির মহাপরিচালক বলেন, ‘আমরা মনে করি, শিল্পকলাকে মানুষের কাছে পৌঁছাতে উৎসব আয়োজনের বিকল্প নেই। নানামুখী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমেই আমরা নিজেদের অস্তিত্বের জানান দিই।’

সংস্কৃতির অবস্থান মানুষের জীবনের কেন্দ্রে মন্তব্য করে সৈয়দ জামিল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ হাজারো নদীর দেশ, যেখানে হাজার বাঁকে স্রোত বয়ে চলে নিরন্তর। তারই অনুপ্রেরণায় বহু মত, বহুজনকে ধারণ করে আমাদের সামষ্টিক পরিচয় গড়ে তোলা সম্ভব। সাম্প্রতিক কালে আমরা পাশে দাঁড়িয়েছি বাউলশিল্পী সমাজের, যাদের সম্প্রীতি ও সাম্যের বার্তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করি। আমরা উৎসবের আমেজে পৌঁছাতে চাই জনগণের কাছে, দেশব্যাপী, তৃণমূল পর্যায়ে।’
মহাপরিচালক জানান, এরই মধ্যে জেলা পর্যায়ে মিলনায়তনের ভাড়া অর্ধেকের কম করা হয়েছে, বহু বছর ধরে যা সাংস্কৃতিক সংগঠনগুলোর দাবি ছিল।

অমর একুশে নাট্যোৎসব

শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে গতকাল শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘অমর একুশে নাট্যোৎসব’।
উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় নাট্যতীর্থ নাট্যদলের নাটক ‘দ্বীপ’। উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হবে নাটকের প্রদর্শনী। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’। উদ্বোধনীতে সমবেত নৃত্য ‘শুভেচ্ছা ও ভালোবাসা’ পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পীরা। বৃহস্পতিবার এবং আগামী রবি ও সোমবার বিকেল ৫টা থেকে চলবে এ আয়োজন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ