দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) আমিরাতের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডেলিভারি রাইডারদের জন্য ৪০টি শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার নির্মাণ সম্পন্ন করেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগটি মূলত জীবনযাত্রার মান উন্নত করা এবং নতুন অর্ডারের জন্য অপেক্ষা করার সময় ডেলিভারি রাইডারদের জন্য প্রয়োজনীয় পরিষেবা এবং আরাম প্রদানের প্রচেষ্টার অংশ। এছাড়াও সড়ক দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করা এবং ট্রাফিক আইন ও বিধি মেনে চলাকে উৎসাহিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
আরটিএ-এর নির্বাহী পরিচালক বোর্ডের চেয়ারম্যান ও মহাপরিচালক মাত্তার আল তাইয়ের বলেছেন, এই বিশ্রামাগারগুলোর বাস্তবায়ন ডেলিভারি রাইডারদের জন্য একটি নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ করবে।
তিনি আরও বলেন, প্রতিটি বিশ্রামাগারে অবস্থানের উপর নির্ভর করে ১০ জন আরোহীর জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত বসার জায়গা রয়েছে। পাশাপাশি বাকি এলাকার সংলগ্ন মোটরসাইকেলের জন্য নির্ধারিত পার্কিং স্পেস রয়েছে।