দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ০৮:২০

আ. লীগ সরকার নিপীড়ন-অত্যাচারের হাতিয়ার হিসেবে ডিসিদের ব্যবহার করেছে: আসিফ নজরুল

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মানুষকে নিপীড়ন ও অত্যাচারের হাতিয়ার হিসেবে ডিসিদের ব্যবহার করেছে। এক্ষেত্রে আইন ও সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষদিনে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বৈঠক শেষে এ কথা বলছেন তিনি।

আসিফ নজরুল বলেন, ডিসিরা আইন ও সংবিধান মেনে চললেই জনগণ প্রকৃত সেবা পাবে। বর্তমান সরকার ডিসিদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীরা যেন দ্রুত জামিন না পায়, সে ব্যাপারে বলেছেন ডিসিরা। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আদালতের কাজই জামিন দেয়া।

আইন উপদেষ্টা জানান, ডিসিরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ দেয়ার প্রস্তাব করেছে। জনশক্তি বিষয়ক প্রশিক্ষণের কার্যক্রম আরো বাড়ানো হবে। তাছাড়া যারা বিদেশে যেতে চায়, তাদের ডাটাবেজ করা হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী