দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:২৪

“আন্দোলনের মধ্যে কিছু শিল্পীর প্রকৃত চেহারা প্রকাশিত হয়েছে,” বলেছেন সাদিয়া আয়মান।

বাংলাদেশি শিল্পীদের একটি অংশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথন সম্প্রতি ছড়িয়ে পড়েছে। “আলো আসবেই” নামের শিল্পীদের একটি চ্যাটিং গ্রুপের কথোপকথন এখন শোবিজের আলোচিত বিষয়।

 

এই গ্রুপের আলোচনায় যুক্ত অভিনেত্রী সাদিয়া আয়মান সাংবাদিকদের বলেন, “গতকাল আমি কয়েক ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলাম না। রাতে ফিরে দেখি, কিছু মানুষ আমাকে গ্রুপের কথোপকথন পাঠিয়েছে। সেগুলো পড়ে খুব বেশি অবাক হইনি; এসব লেখার মাধ্যমে তারা তাদের মানসিক অবস্থার পরিচয় দিয়েছেন।” তিনি যোগ করেন, “আন্দোলনের সময় আমি ফেসবুকে সক্রিয় ছিলাম। আমার লেখাগুলো মানুষের কাছে পৌঁছেছে। ক্ষমতার পালাবদল না হলে তারা হয়তো আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, আর অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা নিতেন।”

 

আলোচিত গ্রুপে আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘গরম জল দিলেই হবে’ মন্তব্য করেছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। সাদিয়া বলেন, “একজন সিনিয়র শিল্পী এই মন্তব্য করেছেন, যা দেখে আমি অবাক হয়েছি। এসব মন্তব্য তাদের ছোট মনের পরিচয় প্রকাশ করে।”

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিলন ভট্টাচার্য সাদিয়ার ছবি “আলো আসবেই” গ্রুপে পোস্ট করেছেন। সাদিয়া জানান, “মিলন দার সঙ্গে আমি কাজ করেছি এবং তাকে খুব আন্তরিক মনে হয়েছে। কিন্তু এখন দেখি তিনি গ্রুপে আমার বিষয়ে লিখেছেন, যা দেখে আমি বিভ্রান্ত।”

 

সাদিয়া অভিযোগ করেন, গ্রুপটিতে আন্দোলনের পক্ষে থাকা শিল্পীদের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য ও ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি বলেন, “শিল্পীদের এমন আচরণে আমি কষ্ট পেয়েছি। তারা গণহত্যার বিরুদ্ধে কথা বলার বদলে অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন।”

 

মিলন সম্পর্কে সাদিয়া বলেন, “মিলন দা আমাকে রাতের বেলা ক্ষমা চেয়ে ভয়েস মেসেজ পাঠিয়েছেন। আমি এখনও তার জবাব দিইনি। কষ্ট এখনও রয়ে গেছে।”

 

আন্দোলনের সময়ের কথা স্মরণ করে সাদিয়া বলেন, “তখন আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে সেই সরকারের পতন হয়েছে; অন্যথায় আমিসহ অনেকেই বিপদে পড়তে পারত।”

 

শেষে সাদিয়া বলেন, “মানুষ তাদের আসল চেহারা দেখতে পেরেছে। কিছু শিল্পীর মুখোশ উন্মোচিত হয়েছে। গণহত্যার বিরুদ্ধে কথা বললে তারা মানুষের ভালোবাসা পেতেন। তাদের মানসিকতা দেখে আমি লজ্জিত। আমি সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহারকারীদের সঙ্গে আমি নেই। এজন্য আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে ছিলাম এবং প্রতিবাদ জানিয়েছি।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট