পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগে আগুনে পুড়ে গেছে টিনের তৈরি পাঁচ থেকে ছয়টি ঘর। এ ছাড়া পুড়ে গেছে আরও আট থেকে দশটি দোকান। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
লালবাগ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, চকবাজারের ইসলামবাগে আগুন লেগে টিনের তৈরি পাঁচ থেকে ছয়টি বাড়ি পুড়ে গেছে। আরও পুড়ে গেছে সেখানকার কয়েকটি দোকান। তবে আগুনের সূত্রপাত বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম।
পুরান ঢাকার বুড়িগঙ্গা তীরবর্তী ইসলামবাগের টিনের তৈরি বেশ কয়েকটি বাড়ি রয়েছে। আরও রয়েছে সারি সারি দোকানপাট। এসব দোকানে প্লাস্টিক দ্রব্যাদির প্রস্তুত করা হয়ে থাকে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল বললেন, আজ শনিবার ছুটির দিন হওয়ায় বেশির ভাগ কারখানা বন্ধ ছিল। তবে কেন এবং কীভাবে আগুন লেগেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, চকবাজারের কামালবাগে আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ এলাকায় টিনের তৈরি বাড়িঘরসহ বিভিন্ন প্লাস্টিকের কারখানা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।