দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ০৯:৪৪

নির্বাচন ও সংস্কার নিয়ে দ্বন্দ্ব নেই, দুটিই পাশাপাশি চলছে: মান্না

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সেখান থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। দুটিই পাশাপাশি চলছে। গণতন্ত্র টেকসই হবে, এ ধরনের প্রস্তাব নিয়েই আগামী নির্বাচনের দিকে এগোবে দলটি।

ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সেখান থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এসব কথা বলেন। আজ শনিবার বেলা তিনটার কিছু পরে দেশের ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে ঐকমত্য কমিশনের এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মাহমুদুর রহমান বলেন, বৈঠকে প্রশ্ন আসছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে কি না? নতুন ছাত্রনেতাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদি জোর ও কায়দা করে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে নতুন প্রজন্মের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই দায় জ্যেষ্ঠদের বহন করতে হবে। কারণ, নতুন প্রজন্ম মনে করে, এই আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়।

মাহমুদুর রহমান আরও বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কারের প্রস্তাবগুলো সবাইকে দেওয়া হবে। সবাই সেগুলো পড়ে সেসব বিষয়ে মতামত দেবেন। সবার মতামত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর জনগণই বিচার করবে, কোনটা ঠিক আর কোনটা ভুল। এমন পরিস্থিতি যদি আসে, কোনো একটা মত সঠিক মনে হচ্ছে না, সেটাও যুক্তিযুক্তভাবে বদলানো হবে। এভাবেই তৈরি হবে জাতীয় ঐকমত্য।

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘বৈঠকে কেউ কেউ মতামত দিয়েছেন ইসলামে যে বিধান আছে, আল্লাহর প্রতি আনুগত্য, রাষ্ট্রধর্মের কথা—এসব থাকতে হবে। যতগুলো ইসলামিক বিধান সংবিধানের মধ্যে আছে, কোনো কিছু পরিবর্তন করা যাবে না। কিছু কিছু পরিবর্তনে তারা অসন্তোষও প্রকাশ করেছে। এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্রে বহু মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে।’

সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দীর্ঘ সময় লাগতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরের নির্বাচনের আগেই এগুলো করা সম্ভব। তাদের কার্যক্রমেও এ বিষয়টি আছে, যে সবকিছু দ্রুত সময়ের মধ্যে করার। পুরো জাতির মতামত নিয়ে তা একটি ওয়েবসাইটে প্রকাশ করার উদ্যোগও ভালো।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ