দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ০৩:৩৫

প্রস্তুতি ম্যাচটাকে যে কারণে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তানজিমরা

বাংলাদেশের পেসার তানজিম হাসান

চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু হয়ে গেছে বাংলাদেশের। এই টুর্নামেন্টে খেলতে নাজমুল হোসেনের দল দেশ ছেড়েছে ১৩ ফেব্রুয়ারি রাতে। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তারা খেলবে প্রথম ম্যাচ। এর আগে সপ্তাহখানেক বাংলাদেশের প্রস্তুতি হবে দুবাইয়েই। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পরদিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা।

এরপর গতকাল প্রথমবারের মতো অনুশীলন করে পুরো দল। অনুশীলনের পর দলের পেসার তানজিম হাসান বিসিবির এক ভিডিওতে বলেন, ‘আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’

মূল টুর্নামেন্টে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি ওই ম্যাচ হবে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণও। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল প্রায় দুই মাস আগে। অথচ এ মাসে বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়া চ্যাম্পিয়নস ট্রফির বাকি ছয় দলই ওয়ানডে খেলেছে।

প্রস্তুতি ম্যাচেই তাই চোখ তানজিমের, ‘প্রস্তুতি ম্যাচটা থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়, কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেংথে করলে ব্যাটসম্যানদের কষ্ট হয়, সেটা বোঝার চেষ্টা করব।’

প্রথম দিনের অনুশীলনেই বাংলাদেশ জোর প্রস্তুতি নিয়েছে। জিমের পর ব্যাটিং–বোলিং–ফিল্ডিং—সবকিছুতেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। এদিনের অনুশীলন নিয়ে তানজিম বলেন, ‘খুব ভালো অনুভূত হচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ যে কেমন লাগছে। সব মিলিয়ে আজকের অনুশীলনের পর খুব ভালো অনুভূতি।’

চ্যাম্পিয়নস ট্রফিতে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ ফেব্রুয়ারি এবং পাকিস্তানের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ