আগামী বুধবার শুরু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। করাচিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটির আগে উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মন জুড়াতে ব্যতিক্রমী কিছু প্রদর্শনীর ব্যবস্থা রেখেছে পাকিস্তানের বিমানবাহিনী (পিএএফ)।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ইনসাইড স্পোর্ট জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে নির্দিষ্ট একটা সময় রাখা হয়েছে পিএএফের জন্য। পিএএফের বিখ্যাত ‘শেরদিল অ্যারোবেটিকস’ দল তো থাকবেই, জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ ফাইটার জেটসহ স্পেশাল কিছু যুদ্ধবিমানও আকাশে কসরত দেখাবে। পাকিস্তানের স্বাধীনতা দিবস এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে নানা প্রদর্শনীতে অংশ নেয় পাকিস্তান বিমানবাহিনী। এবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনীতে তেমনি ভিন্ন কিছু দেখাতে চায় পাকিস্তানের বিমানবাহিনী। ইনসাইড স্পোর্টের প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরা না হলেও বলা হয়েছে, পাকিস্তান বিমানবাহিনীর তাদের শ্রেষ্ঠত্বের প্রদর্শনীই করবে।
১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপের পর এই প্রথম বড় কোনো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। শুধু বিশ্বকাপ ক্রিকেটই নয়, এর আগে ১৯৯০ সালে বিশ্বকাপ হকি, ১৯৯৪ সালে হকির চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করেছে পাকিস্তান।
এবার আট দলের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের পাশাপাশি কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাতেও অনুষ্ঠিত হবে। মূলত ভারত পাকিস্তানে খেলতে রাজি না হওয়াতেই দুই দেশ মিলিয়ে হাইব্রিড মডেলে হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। সূচি অনুযায়ী কোহলিদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। পাশাপাশি প্রথম সেমিফাইনালও এই ভেন্যুতে হবে। আর ৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল। সেটি দুবাই বা লাহোর যেকোনো এক শহরে অনুষ্ঠিত হওয়ার কথা। যদি ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করে, তাহলে ফাইনালও হবে দুবাইয়ে।