দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:১৭

মোরসালিনের গোলে বাংলাদেশ জয়ী, ভুটানকে পরাস্ত করল

বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ভুটানের উচ্চতার বিষয়টি মাথায় রেখে ম্যাচের পরিকল্পনা করেছেন। এ কারণে, শুরুর দিকে এগিয়ে গেলেও সফরকারী বাংলাদেশ ধীর গতিতে খেলেছে। ভুটানের রাজধানী থিম্পু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ফুট উঁচুতে অবস্থিত, যা বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। এক সপ্তাহ আগে ভুটানে গিয়ে সেখানে খাপ খাওয়ানোর চেষ্টা করলেও জামাল-তপুদের জন্য এ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছে।

আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে উচ্চতার প্রভাব স্পষ্ট ছিল। তবে, ভাগ্যক্রমে ৬ মিনিটের মাথায় রাকিব হোসেনের ক্রস ভুটানের গোলরক্ষক শেরিন ধেনদুপ মিস করেন। সেই সুযোগে শেখ মোরসালিন একমাত্র গোলটি করেন, যা বাংলাদেশকে ১-০ ব্যবধানে জয় এনে দেয় এবং এটি থিম্পুর মাঠে তাদের প্রথম জয়।

ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্ত ছিল সেই একমাত্র গোলটি। বাংলাদেশ পুরো ম্যাচে আর কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারায় রাকিব, মোরসালিন এবং ফয়সালের আক্রমণের ধার কম ছিল। বরং, বলের দখল ভুটানের হাতে বেশি ছিল, কিন্তু তারা সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।

জামাল ভূঁইয়া প্রথম একাদশে ছিলেন না এবং ৭০ মিনিটের পর মাঠে নামেন। দ্বিতীয়ার্ধে শাহরিয়ার ইমন ও রাব্বি হোসেন রাহুলকে মাঠে নামিয়ে বাংলাদেশ আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে এবং বেশ কিছু কর্নার আদায় করে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে শাহরিয়ার একটি সুযোগ নষ্ট করেন এবং রাব্বির শট ভুটানের গোলরক্ষক কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

উচ্চতার কারণে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলোয়াড়দের ক্লান্তি স্পষ্ট হয়ে ওঠে। হাভিয়ের কাবরেরা ভুটানের উচ্চতার বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করে ছিলেন, তাই ৬ মিনিটে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ ধীরে খেলার কৌশল নেয়। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয় এবং বাংলাদেশ মাঠে জয় নিয়ে ফিরে আসে। আগামী ৮ সেপ্টেম্বর একই মাঠে বাংলাদেশ ও ভুটান দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট