দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:২৪

ইসলামী ঐক্যজোটে নতুন নেতৃত্ব: বাদ পড়লেন হাসানাত-ফয়েজুল্লাহ

ইসলামী ঐক্যজোটের নতুন চেয়ারম্যান মাওলানা আবদুল কাদির (ডানে) ও মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। ছবি: বিজ্ঞপ্তি

মাওলানা আবদুল কাদিরকে চেয়ারম্যান ও মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে মহাসচিব করে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার লালবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী ৩ সেপ্টেম্বর পদত্যাগ করেন। সেই সঙ্গে তিনি দলের কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

হাসানাত আমিনী ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ছেলে। আর মুফতি ফয়েজুল্লাহ দলের মহাসচিব ছিলেন।

হাসানাত আমিনী আত্মগোপনে থেকে পিতা মুফতি আমিনীর রাজনৈতিক আদর্শ লালন করে ইসলামী ঐক্যজোটকে পুনর্গঠনের জন্য কারানির্যাতিত আলেম মুফতি সাখাওয়াত হোসাইনকে জাতীয় সম্মেলন করার দায়িত্ব দেন। মুফতি সাখাওয়াত হোসাইন প্রয়াত মুফতি আমিনীর মেয়ের জামাতা।

হাসানাত আমিনী বিএনপির জোট থেকে বের হয়ে শেখ হাসিনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর সাখাওয়াত হোসাইনদের সঙ্গে বিরোধ দেখা দেয়।

এদিকে হাসানাত আমিনী পদত্যাগ করার পর মুফতি সাখাওয়াত হোসাইন ‘ইসলামী ঐক্যজোটের সাবেক ও বর্তমান কমিটির ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দ’ নামে জাতীয় সম্মেলন আহ্বান করেন। সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও মজলিশে শুরা পুনর্গঠন করা হয়।

সম্মেলনে নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য ও ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ ও মাওলানা জসিম উদ্দিন এবং তিন যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা হেদায়েতুল্লাহসহ অনেকে বক্তব্য দেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট