দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩৩

অরুণা বিশ্বাস যেসব নেশায় মগ্ন ছিলেন, সেই কারণে তিনি এমন কাজ করলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে একদল শিল্পী বিগত সরকারের (শেখ হাসিনা) পক্ষে অবস্থান নিয়েছিলেন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তারা উল্টো পথে হেঁটেছিলেন এবং আন্দোলন দমাতে এক হয়ে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন, যা সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে অভিনেত্রী অরুণা বিশ্বাস আন্দোলনকারীদের ওপর ‘গরম জল’ ঢালতে বলেছিলেন।

 

গণআন্দোলনের চাপের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর সরকার পতনের পরপরই গোপনে কানাডায় চলে গেছেন অরুণা বিশ্বাসও। অনেকের প্রশ্ন, আওয়ামী লীগ সমর্থিত এই শিল্পীরা শিক্ষার্থীদের তাজা প্রাণ হারানো সত্ত্বেও কেন নিরব ছিলেন এবং কেন তারা সরকারের অন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন?

 

এদিকে, শোনা যাচ্ছে, অরুণা বিশ্বাস আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন শুধুমাত্র বিটিভির মহাপরিচালক হওয়ার আশায়। এর জবাবে, কানাডা থেকে অরুণা বিশ্বাস বলেন, ‘‘আমি বিটিভির ডিজি হতে চাইনি। এটা আমার জন্য সম্ভব ছিল না। আমি আগের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে ডিরেক্টর অব প্রোগ্রাম হওয়ার জন্য বলেছিলাম। তিনি বলেছিলেন, এটা প্রধানমন্ত্রীর ব্যাপার—এইটুকুই। আমি আসলে কাজ করার জন্যই হতে চেয়েছিলাম।’’

 

আন্দোলনকারীদের ওপর ‘গরম জল’ ঢালার বিষয়ে তিনি বলেন, ‘‘গরম জল বলতে আমি জলকামানের কথা বুঝিয়েছি। আমরা সেখানে কোনও বাজে কথা বলিনি, বরং সব সময় বলেছি ছাত্রদের সঙ্গে বসে কথা বলতে। আমাদের পক্ষে নীতিনির্ধারণী ক্ষমতা নেই। গ্রুপে লেখা হয়েছিল যে হাসপাতালে আগুন লাগছে এবং কেউ সেখানে ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হবে, যা জলকামান থেকে দেওয়া হয়। এখানে হয়তো ভুল বোঝা হয়েছে।’’

 

গেল ৫ আগস্টের ঘটনাগুলোর ওপর আত্মসমালোচনা করতে বলা হলে, অরুণা বিশ্বাস দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘‘এসব নিয়ে কিছু বলা ঠিক নয়। কিছুই বলব না। অনেক সময় সত্য কথা বলা যায় না এবং বলা উচিতও নয়।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট