সকালটা শুরু বড় হারে। সেন্ট কিটসে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী জাতীয় দলকে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ৮ উইকেটে। এর প্রতিশোধটাই যেন নিল অনূর্ধ্ব–১৯ নারী দল।
কুয়ালালামপুরে মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে তারা। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের তোলা ৫৪ রান বাংলাদেশের মেয়েরা টপকে গেছে ৮.৫ ওভার।
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আগেই ছিটকে গেছে। এরপরও এই জয়টি নিঃসন্দেহে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আর টুর্নামেন্টে বাংলাদেশ খারাপও করেনি। সব মিলিয়ে ৫ ম্যাচ খেলে জিতেছে ৩টিতে। এর আগে হারিয়েছে নেপাল ও স্কটল্যান্ডকে।
টসে জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের মূল কাজটা করেছেন বোলাররাই। নিশিতা আক্তার ৩ ওভারে ১১ রানে উইকেট নিয়েছেন ৩টি, আনিসা আক্তার ১৩ রানে নিয়েছেন ২টি। ওয়েস্ট ইন্ডিজেরও কেউ বড় রান করতে পারেননি। সর্বোচ্চ ১৬ রান এসেছে অমৃতা রামতাহালের ব্যাট থেকে।
বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যানের খুব বেশি ভালো করতে পারেননি। তবে আজ ৫৫ রানের লক্ষ্য পেয়ে জ্বলে ওঠেন দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। ১৪ রানে অপরাজিত ছিলেন ছোঁয়া, ২৫ রানে জুয়াইরিয়া ।