দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৫:১৫

চাকরির পাশাপাশি ৩-৬ মাসের সার্টিফিকেট কোর্স করতে চান?

প্রতীকী ছবি

স্নাতক শেষ করে যাঁরা পেশাজীবনে পা রাখতে চলেছেন, কিছু ‘সার্টিফিকেশন কোর্স’ করে রাখতে পারেন তাঁরা। এসব কোর্সে দক্ষতা যেমন বাড়ে, তেমনি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগও তৈরি হয়। সারা বছর ধরেই এসব কোর্সে অংশ নেওয়া যায়। প্রয়োজন বুঝে বছরের প্রথম মাস থেকেই পরিকল্পনা করতে পারেন, ২০২৫ সালে কোন কোর্সে ভর্তি হবেন। কিছু সার্টিফিকেট কোর্সের খোঁজ এখানে থাকল—

আইবিএতে ব্যবসা সংক্রান্ত কোর্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ‘ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট’ প্রোগ্রামের অংশ হিসেবে ৭ দিন থেকে শুরু করে ৬ মাসব্যাপী বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট কোর্স করার সুযোগ আছে। ৬ মাসের ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ (এসিবিএ) কোর্সে ভর্তি হতে পারেন। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ও কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এই কোর্সে ভর্তি হওয়া যায়। যাঁরা করপোরেট দুনিয়ায় দক্ষ নির্বাহী কর্মকর্তা হতে চান বা ব্যবস্থাপনা সংক্রান্ত নানা বিষয় হাতে-কলমে শিখতে চান, এই কোর্স সম্পর্কে আরও খোঁজখবর নিতে পারেন।

আইবিএ থেকে ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ফর ম্যানেজমেন্ট প্রফেশনাল’ (এসিএমপি) কোর্সও করা যায়। তিন মাসের এই কোর্স করপোরেট খাতে দক্ষ ব্যবস্থাপক হতে সাহায্য করে। যাঁরা অন্য বিষয়ে পড়েছেন, কিন্তু অ্যাকাউন্টিংয়ে ক্যারিয়ার গড়তে চান; পেশাদার দক্ষতা বিকাশের জন্য আইবিএ থেকে ৬ সপ্তাহব্যাপী ‘অ্যাকাউন্টিং ফর নন-অ্যাকাউনট্যান্টস কোর্স’ করতে পারেন।

এ ছাড়া ব্যবসাসংক্রান্ত বিভিন্ন কৌশল নিয়ে ‘কম্পিটিটিভ বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন’ (সিবিএসআই), ফিন্যান্সে ‘ফিন্যান্স ফর নন-ফিন্যান্স ম্যানেজার’ (এফএনএম), মানবসম্পদ ব্যবস্থাপনা খাতে ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কম্পিটেন্সিস’ (এইচআরএমসি), ‘ম্যানেজারিয়াল কমিউনিকেশন ফর প্রফেশনাল সাকসেস’ (এমসিপিএস), ‘মার্কেটিং কম্পিটেন্সিস ফর ম্যানেজারস’ (এমসিএফএম), ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট কম্পিটেন্সি,’ (পিএমসি) ইত্যাদি নানা কোর্স করার সুযোগ আছে। হালের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম), ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন (আইএমসি), লিডারশিপ অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট (এলসিএম), সাপ্লাই চেন ম্যানেজমেন্ট (এসসিএম), এসব কোর্সও করতে পারেন। বিস্তারিত দেখুন এখানে

প্রকৌশলের কোর্স বুয়েটে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডিরেক্টরেট অব কন্টিনিউইং এডুকেশন বিভাগের অধীনে প্রকৌশল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট ও শর্ট কোর্স করার সুযোগ আছে। বুয়েটের পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, লজিস্টিক ও ডিস্ট্রিবিউশন মডেল, স্ট্র্যাটেজিক সোর্সিং, স্ট্র্যাটেজিক ডিমান্ড প্ল্যানিং, সাইবার সিকিউরিটি ফর গভর্নমেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন কোর্স সম্পর্কে খোঁজ নিয়ে দেখতে পারেন, কোনটি আপনার জন্য মানানসই। বিস্তারিত দেখুন এখানে

এ ছাড়া বুয়েট ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্কের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, নিরাপদ পানি, শহুরে পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনাসহ বেশ কিছু বিষয়ে কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত এখানে

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগবিজ্ঞান বিভাগে জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে সার্টিফিকেট কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত এখানে

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘ফিন্যান্সিয়াল ক্রাইম ও কমপ্লায়েন্স’ শিরোনামে সার্টিফিকেট কোর্স করতে পারেন। এই কোর্সে অর্থনৈতিক বিভিন্ন বিষয় শেখানো হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যৌথভাবে এই কোর্স পরিচালনা করছে। বিস্তারিত দেখুন এখানে

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ছয় মাস ও তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত এখানে

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে এসএমই ফাইন্যান্সিং, ইন্টারনাল অডিট ও ব্যাংক ইন্সপেকশন, ম্যানেজমেন্ট ও ইনভেস্টমেন্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স করার সুযোগ আছে। বিস্তারিত দেখুন এখানে

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিজিটাল মার্কেটিংসহ বেশ কিছু বিষয়ে সার্টিফিকেট কোর্স করতে পারেন। বিস্তারিত দেখুন এখানে

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী