চলতি মৌসুমের বিগ ব্যাশ প্রায় শেষ। বাকি আছে শুধু ফাইনাল। বিগ ব্যাশ কর্তৃপক্ষের মাথায় এরই মধ্যে আগামীর বিগ ব্যাশ কীভাবে হবে, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডন মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটতে পারে বিগ ব্যাশ। টুর্নামেন্টে দেখা যেতে পারে এক বলে দুই আউটের নিয়ম। এমনকটি ৬ বল ডট খেললে আউটও!
আগে এক বলে দুই আউটের নিয়মের কথাই বলা যাক। দুই ব্যাটসম্যানের ভুল–বোঝাবুঝিতে অনেক সময়ই দেখা যায়, দুজনই উইকেটের মাঝপথে আটকে গেছেন। এসব ক্ষেত্রে একজনই আউট হন। এক প্রান্তে স্টাম্প ভাঙার পর একজনের রানআউট কার্যকর হয়ে গেলে সেই বল ‘ডেড’ হয়ে যায়। আরেক প্রান্তের ব্যাটসম্যান বাইরে থাকলেও আউটের প্রশ্ন আসে না।
কিন্তু বিগ ব্যাশ কর্তৃপক্ষ নিয়মটি পাল্টাতে চায়। ফিল্ডিং দল যদি দুই প্রান্তের স্টাম্পই ভাঙতে পারেন, তাহলে দুই ব্যাটসম্যানই রানআউট হবেন। এরই মধ্যে নিয়মটি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।
এক বলে দুই আউটের পাশাপাশি একই বলে ক্যাচ ও রানআউটের কথাও নাকি আলোচনায় আছে। যদিও এই নিয়মটি চালুর সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।
আরেকটি পরিবর্তন আসতে পারে এক পাশ থেকে টানা বল করার। বর্তমানে এক প্রান্ত থেকে এক ওভারই বোলিং করা হয়। পরের ওভারে বোলার অপর প্রান্ত থেকে আসেন। নিজের জায়গায় থাকেন শুধু ব্যাটসম্যান।
কিন্তু বোলারদের প্রান্ত বদলের কারণে ফিল্ডিংয়েও পরিবর্তন আনতে হয়। একজন ফিল্ডার আগের ওভারে ফাইন লেগে দাঁড়ালে পরের ওভারেই হয়তো লং অফে চলে যেতে হয়। কাভারের ফিল্ডারকে চলে যেতে হয় মিড উইকেট সীমানায়। এই অদলবদলের কারণে সময়ও ব্যয় হয় বেশি।
আলোচনায় আছে, এক প্রান্ত থেকে ৬ বলের জায়গায় টানা ১২ বল চালু করা যায় কি না। এমনকি একজন বোলার চাইলে টানা দুই ওভারও করতে পারবেন, এমন কিছুও ভাবা হচ্ছে। তবে নিয়মটি কার্যকর হলে একটি সীমাও থাকবে। প্রতিটি দল এক ম্যাচে টানা দুই ওভার বোলিং করতে পারবে মাত্র দুবার।
ডট বল নিয়েও ভাবছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। টানা ৬ বল ডট খেললে আউট ঘোষণা করা হতে পারে ব্যাটসম্যানকে। বোলারদের জন্যও থাকছে সুবিধা। কোনো বোলার যদি মেডেন আদায় করতে পারেন, তিনি চার ওভারের জায়গায় আরেকটি ওভার বেশি করার সুযোগ পাবেন।
ফিল্ডিং করতে ভালো লাগে না? বিগ ব্যাশ এর সমাধানও দিতে চায়। বেসবলের মতো শুধু একজন হিটারের ভূমিকায় থাকবেন। যাঁর কাজই হবে বোলারদের বেধড়ক পিটিয়ে ড্রেসিংরুমে চলে যাওয়া। এই নিয়মের কারণর বড় বড় তারকা বিগ ব্যাশে আসবেন বলে মনে করা হচ্ছে। তখন ক্রিস গেইলের মতো শরীর কম নাড়ানো ফিল্ডারকে মাঠের মধ্যে ‘লুকানো’র দরকার হবে না।
আবার এমন কেউও তো থাকতে পারেন, ফিল্ডিং করতে যার ভালো লাগে। তিনি শুধু ফিল্ডিং করবেন, একাদশে শুধু একজন ফিল্ডারের কথাও ভাবা হচ্ছে।
এই যে এত সব পরিবর্তনের ভাবনা, সবই কিন্তু এখনো আলোচনায়। দলগুলোর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত চূড়ান্ত করবে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।