একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি লিটারে ১ দশমিক ৫ মিলিগ্রামের বেশি ফ্লুরাইডযুক্ত পানি শিশুদের নিম্ন আইকিউ স্তরের সাথে সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের অধীন ন্যাশনাল টক্সিকোলজি প্রোগ্রামের (এনটিপি) প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে চীন, ভারত, পাকিস্তান, ইরান, মেক্সিকো এবং কানাডার ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
ওয়াশিংটন টাইমস জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রস্তাবিত সীমা প্রতি লিটারে ১ দশমিক ৫ মিলিগ্রাম ফ্লুরাইড। এই সীমায় ফ্লুরাইডযুক্ত পানি ব্যবহারের ফলে কিছু গর্ভবতী নারী ও শিশুর ওপর পর্যবেক্ষণ করা হয়েছে। এনটিপি গবেষকদের মতে, উচ্চমাত্রার ফ্লুরাইডের সংস্পর্শে আসা শিশুদের মধ্যে বুদ্ধিমত্তার ঘাটতি দেখা গেছে।
এনটিপি জানিয়েছে, যদিও ডব্লিউএইচওর প্রস্তাবিত সীমা ১ দশমিক ৫ মিলিগ্রাম, যুক্তরাষ্ট্রে পানির ফ্লুরাইডের মাত্রা শূন্য দশমিক ৭ মিলিগ্রাম। তবে এই মাত্রা শিশুদের বুদ্ধিমত্তার ওপর প্রভাব ফেলে কি না, তা নিয়ে গবেষণা এখনও নেই। যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ সার্ভিস ২০১৫ সালে প্রতি লিটারে শূন্য দশমিক ৭ মিলিগ্রাম ফ্লুরাইড সীমা নিশ্চিত করেছে, যা পাঁচ দশক আগে ছিল ১ দশমিক ২ মিলিগ্রাম।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কিছু আমেরিকান প্রাকৃতিকভাবে উচ্চ ফ্লুরাইডযুক্ত পানি পান করেন। তবে প্রাপ্তবয়স্কদের বুদ্ধিমত্তার সাথে ফ্লুরাইডের সংযোগ নিয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।