দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ২০:৪৭

দুপুর সাড়ে ১২টা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

ধ্বংসস্তূপে পরিণত গাজা। ছবি : সংগৃহীত

গাজায় দীর্ঘ ১৫ মাসের সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে। আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। প্রথম পর্যায়ে ৪২ দিনের বিরতিতে সম্মত হয়েছে উভয়পক্ষ।

গাজার এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে, তিনজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে, যাদের বেশিরভাগই ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম পর্যায়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবেন।

এদিকে এই যুদ্ধবিরতির চুক্তি কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় সম্পাদিত হয়েছে। গত ১৫ মাসের যুদ্ধের পর গাজায় প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী