গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্যা মামুনের সিনেমা ‘দরদ’। যদিও মুক্তির আগে একাধিকবার নির্মাতা দাবি করেন, এটি ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা। বাংলাদেশ তো বটেই, একই দিনে ছবিটি ভারতেও বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। তবে বাস্তবে হয়েছে উল্টো। একই দিন তো দূরের কথা, মুক্তির পর দুই মাস পেরিয়ে গেলেও ছবিটি ভারতে মুক্তিই পায়নি। এর মধ্যেই আসে ওটিটিতে মুক্তির ঘোষণা! শাকিব খান অভিনীত ছবিটি এবার দেখা যাচ্ছে ঘরে বসেই। আজ ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেয়েছে সাইকোলজিক্যাল থ্রিলারটি।
সিনেমার গল্পে দেখা যাবে, বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে—এ ঘটনা সবাইকে হতবাক করে। ছোট শহরের দুলু মিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে।
এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প। এতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তিনি ছাড়া আরও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।
সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
সিনেমার সংগীত পরিচালনা করেছেন মাহমুদ আরাফাত সৈয়দ।
বাংলা ও হিন্দি সংস্করণ মিলিয়ে সিনেমায় মোট সাতটি গান থাকছে। এর মধ্যে হিন্দি গান লিখেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল, ইমরান মাহমুদুল, মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ ও রাজ বর্মণ।