দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৩৮

যে পরিচালক ছবির জন্য কফিশপ এবং জমি বিক্রি করেছেন

তানভীর হাসান। ছবি: নির্মাতার সৌজন্যে

দেড় বছর ধরে শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষে গত ২৮ জুলাই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘মধ্যবিত্ত’। এখন ছবিটি মুক্তির অপেক্ষায়। ছবিটি নির্মাণ করতে গিয়ে পরিচালক তানভীর হাসানকে নিজের শুটিংয়ের ক্যামেরা, লেন্স, জমি ও কফিশপ বিক্রি করতে হয়েছে। তিনি বললেন, “আমার একটি ক্যামেরা ও সম্পাদনা প্যানেল ছিল, একটি কফিশপ ও সাভারের জিরানী বাজারে একটি জমি ছিল। প্রথমে ৫টি ক্যামেরা ও ৩১টি লেন্স বিক্রি করে সেই টাকায় আবার কাজ শুরু করি। আগের সাত দিনের শুটিংয়ের ফুটেজ বাদ দিয়ে শিল্পী পরিবর্তন করে নতুন নায়ক শিশির ও এলিনা শাম্মী নিয়ে নতুন করে শুটিং শুরু করি। পরে জমিটাও বিক্রি করি। সিনেমার বাজেট আয়ত্তে রাখতে চেয়েছিলাম, কিন্তু বিরতির কারণে বাজেট বেড়ে যায়। টাকা শেষ হলে একে একে সবকিছু বিক্রি করে কাজ চালিয়েছি।

 

শুটিং শেষ হলেও পোস্ট প্রোডাকশনের কাজ আটকে যায়। মিরপুরের কফিশপটাও বিক্রি করে দিতে হয়। সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর নাম নিয়ে সমস্যা হয়েছিল, যার কারণে ছবিটি আটকে ছিল। নতুন ভাইস প্রেসিডেন্ট আসার পর ২৮ জুলাই ছবিটি ছাড়পত্র পেয়েছে।

 

বর্তমানে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী অক্টোবরের মধ্যে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির পর ছবিটি কতটা সফল হবে বা বিনিয়োগ ফিরবে কি না, তা জানি না। পরিবার চালাতে কষ্ট হবে, কিন্তু ক্যামেরা ও কফিশপ বিক্রি করে হলেও স্বপ্ন পূরণ করতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট