যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তাঁর প্রথম মেয়াদে আড়াই কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছেন। গতকাল বুধবার নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথ শহরে এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, ক্ষুদ্র ব্যবসা শুরু করতে আগ্রহী উদ্যোক্তাদের জন্য তিনি করছাড় ১০ গুণ বাড়ানোর একটি নাটকীয় প্রস্তাব উপস্থাপন করবেন। পাশাপাশি, প্রথম মেয়াদে আড়াই কোটি নতুন ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছেন।
জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে যাওয়ার পর কমলা হ্যারিস সফলভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রচারণার শুরু থেকেই কমলা ‘সুযোগ অর্থনীতি’ বা ‘অপরচুনিটি ইকোনমি’র কথা বলছেন, তবে এর প্রকৃত উদ্দেশ্য পরিষ্কার না হওয়ায় সমালোচনা হচ্ছিল। এবার এটি স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
অন্য ঘোষণাগুলির মধ্যে, কমলা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর কর্তন ৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করার প্রস্তাব দেবেন এবং প্রশাসনিক জটিলতাও কমিয়ে আনবেন।