দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৯, ২০২৫ ০৪:৪১

ভারতের বেঙ্গালুরুতে দুই শিশুর দেহে এইচএমপিভি ভাইরাস শনাক্ত

মুম্বাইয়ের গুরুকুল স্কুল অব আর্টের এক শিক্ষক মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এইচএমপিভি ভাইরাসের বিষয়টি চিত্রশিল্পের মাধ্যমে তুলে ধরছেন। ৪ জানুয়ারি

করোনাভাইরাসের পর নতুন উপদ্রবের নাম ‘হিউম্যান মেটা নিউমো ভাইরাস’ বা (এইচএমপিভি)। করোনার মতো এবারও চীনে প্রথম শনাক্ত হয়েছে এই ভাইরাস। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে দুই শিশুর শরীরে ওই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে বলে সন্দেহ করা হচ্ছে। চিন্তার এটাই, দুই শিশুর পরিবারের কেউই বিদেশে যাননি।

দুই শিশুর একজনের বয়স তিন মাস। তাকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যজনের বয়স আট মাস। সে বেঙ্গালুরু ব্যাপটিস্ট হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের এক খবরে বলা হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) আজ সোমবার নিশ্চিত করেছে, ওই দুই শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়েছে। দেশব্যাপী শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা নিয়ে আইসিএমআরের নিয়মিত পর্যবেক্ষণে দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী