বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে অনলাইনে এই ঠিকানায়— https://www.gobcbticket.com.bd। বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সন্ধ্যায় দেওয়া হয়েছে এই ঘোষণা। অনলাইনে আজ থেকে পাওয়া গেলেও অফলাইনে টিকিট বিক্রি শুরু হবে কাল থেকে। সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় পাওয়া যাবে টিকিট।
সোমবার থেকে শুরু হবে সিলেট পর্ব। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ছয়টি ম্যাচ ডেতে হবে ১২টি ম্যাচ। টিকিটের দাম সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা।
কোন গ্যালারির টিকিটের কত দাম
গ্যালারি | টাকা |
---|---|
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড | ১৫০ |
পশ্চিম গ্যালারি | ১৫০ |
গ্রিন হিল অ্যারিয়া | ১৫০ |
পূর্ব গ্যালারি | ২৫০ |
ক্লাব হাউজ | ৫০০ |
জিরো ওয়েস্ট জোন | ৬০০ |
গ্র্যান্ড স্ট্যান্ড | ২০০০ |
টিকিট বিক্রির বুথ কোথায়
বুথ | টিকিট বিক্রি শুরু |
---|---|
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | ৫ জানুয়ারি, বেলা ৩টা |
সিলেট শিশু একাডেমি | ৫ জানুয়ারি, সকাল ১০টা |
মধুমতি ব্যাংক, আম্বরখানা শাখা | ৫ জানুয়ারি, সকাল ১০টা |