দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:২৭

যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করার অভিযোগ তুলছে

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ সম্পর্কে ঘোষণা করতে যাচ্ছে দেশটি। আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এই খবর দিয়েছে।

সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আজ আনুষ্ঠানিকভাবে রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা নিয়ে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিতে পারে। এই পদক্ষেপগুলোর মধ্যে ফৌজদারি অভিযোগসহ নানা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে।

সিএনএন জানিয়েছে, বাইডেন প্রশাসনের পদক্ষেপের কেন্দ্রবিন্দু হতে পারে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি, যা আগে রাশিয়া টুডে নামে পরিচিত ছিল।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড আজ রাশিয়ার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা বা অন্য কোনো আইনি পদক্ষেপের ঘোষণা দিতে পারেন।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন যে, ২০১৬ সালের পর থেকে বিদেশি পক্ষের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা বৃদ্ধি পেয়েছে।

গত জুনে, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের অনলাইন তথ্য-উপাত্তে প্রবেশ করে এবং কিছু অভ্যন্তরীণ নথি ফাঁস করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট