দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২০

হোয়াইটওয়াশের পর ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক, জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল-হক। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে প্রথমবারের মতো ১০ উইকেটের হারে এবং দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হওয়ার অভিজ্ঞতা নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ক্ষোভে ফুঁসছেন। বাংলাদেশকে ফেবারিট ধরা হলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশ দুই টেস্টে দাপট দেখিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে।

এমন ফল মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল-হক বিশেষভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেছেন।

এই সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে খেলা ১৩ টেস্টের ১২টিতেই বাংলাদেশ হেরেছিল, একটি ড্র হয়েছিল। তবে এবার পাকিস্তানের মাটিতে প্রথম টেস্টে বাংলাদেশ ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয়, যা তাদের টেস্ট ইতিহাসে প্রথম। পরের টেস্টে, প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়েও বাংলাদেশ ৬ উইকেটে জয় লাভ করে।

দুই টেস্টের এক ইনিংস বাদে পাকিস্তানি ব্যাটসম্যানদের পারফরম্যান্স হতাশাজনক ছিল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান করে, কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানেই অলআউট হয়। ৩০ রানের লক্ষ্য বাংলাদেশ বিনা উইকেটে পূরণ করে। দ্বিতীয় টেস্টেও পাকিস্তান ২৭৪ রান করে প্রথম ইনিংসে, কিন্তু বাংলাদেশ ২৬২ রান করে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৭২ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ ১৮৫ রান তুলে জয় পায়।

দুই টেস্টেই পাকিস্তান হোয়াইটওয়াশ হয়েছে এবং ঘরের মাঠে এমন অভিজ্ঞতা তারা খুব কমই পেয়েছে। মিয়াঁদাদ হতাশা প্রকাশ করে বলেন, ‘আমাদের ক্রিকেট এই অবস্থায় আসা খুব কষ্টকর। বাংলাদেশ ভাল পারফরম্যান্স করেছে, তাদের কৃতিত্ব দিতে হবে। তবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে, যা খুব খারাপ লক্ষণ। এই সিরিজে ব্যাটসম্যানদের ব্যর্থতা ছাড়াও, গত দেড় বছরে বোর্ডের অনেক পরিবর্তন হয়েছে যা দলকে প্রভাবিত করেছে।’

ইনজামাম ব্যাটসম্যানদের দোষারোপ করে বলেন, ‘ঘরের মাঠে সিরিজ জয়ের জন্য আমাদের ব্যাটসম্যানদের রান করতে হবে। তারা অতীতে রান করেছে, কিন্তু বর্তমানে তাদের মানসিক দৃঢ়তা প্রয়োজন।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট