দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৪:৩৭

যুদ্ধ শুরুর পর গাজার জনসংখ্যা ৬ শতাংশ কমেছে

ইসরায়েলের নির্বিচার হামলায় পরিবারের অনেক সদস্যকেই হারিয়েছেন এই ফিলিস্তিনি। বেঁচে থাকা দুই সন্তানকে নিয়ে বাড়ির ধ্বংসস্তূপের মধ্যেই নিয়েছেন আশ্রয়। রাফা, গাজা, ফিলিস্তিন

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শুরুর পর গত প্রায় ১৫ মাসে ফিলিস্তিনে হামাস নিয়ন্ত্রিত গাজার জনসংখ্যা ৬ শতাংশ কমেছে। ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর (পিসিবিএস) বলছে, যুদ্ধের কারণে লাখখানেক ফিলিস্তিনি গাজা ছাড়তে বাধ্য হয়েছেন। আরও ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি এখন জীবন সংশয়ে আছেন।

টানা যুদ্ধে এরই মধ্যে ৪৫ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। গাজার আরও ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এ কথা জানিয়েছে পিসিবিএস।

প্রতিষ্ঠানটির হিসাবে, এবারের যুদ্ধ শুরুর পর থেকে ২১ লাখ বাসিন্দার গাজা উপত্যকার মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার কমে গেছে। এর অর্থ হলো, গাজা উপত্যকায় সামরিক–বেসামরিক সব ধরনের মানুষের ওপর ইসরায়েলি বাহিনী ব্যাপক নৃশংস আগ্রাসন চালাচ্ছে।

পিসিবিএসের হালনাগাদ তথ্যের বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বদনাম করার উদ্দেশ্যে ফুলিয়ে–ফাঁপিয়ে ও কারসাজি করে এসব বানোয়াট তথ্য দেওয়া হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী