দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১২:১২

‘বেবি জন’ –এর হাল আরও বেহাল হচ্ছে

গত ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল বরুণের ‘বেবি জন’

অ্যাটলি কুমার পরিচালিত ছবি ‘জওয়ান’ বক্স অফিসে ঝড় তুলেছিল। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই ছবির মূল নায়ক ছিলেন শাহরুখ খান। তবে এবার অ্যাটলি কুমার প্রযোজিত ছবি ‘বেবি জন’-এর হাল ক্রমশ বেহাল হচ্ছে। এমনকি মোট বাজেটের ধারেকাছে পৌঁছাতে পারেনি ‘বেবি জন’। তাই এক বড়সড় ফ্লপের ধাক্কা সামলাতে হবে নির্মাতাদের।

ক্রিসমাস, এমনকি নিউ ইয়ারের ফায়দা নিতে পারেনি কালীস পরিচালিত ছবি ‘বেবি জন’। বরুণ ধাওয়ান অভিনীত এই প্যান ইন্ডিয়া ছবিকে ঘিরে সবার অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশার ছিটেফোঁটা পূরণ করতে পারেনি ‘বেবি জন’। এমনকি ছবির বাজেট থেকে শতহস্তে দূরে আছে এর বক্স অফিস কালেকশন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী